শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ ইমারাত হোসেন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন কুমার বোস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।