শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে বাংলাদেশ ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক আর্থিক সাক্ষরতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কালকিনি ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার, সিনিয়র অফিসারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। বক্তারা তরুণ প্রজন্মের আর্থিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, অল্প বয়স থেকেই শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত হওয়া দরকার। এতে তারা ভবিষ্যতে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলা সম্পর্কে ধারণা লাভ করেন।