শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাদারীপুরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক সরঞ্জাম এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ টহল ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।