মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদার (৩২) এবং বিল্লাল মাতুব্বর (৩১) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সোহেল হাওলাদার চৌরাশি গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে এবং বিল্লাল মাতুব্বর একই গ্রামের সিকাম মাতুব্বরের ছেলে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩