শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া এখনো পূরণ হয়নি। সরকার ঘোষিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কর্মচারীদের পদোন্নতি, প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তারা আরও দাবি করেন—
১. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন,
২. পদোন্নতির ক্ষেত্রে ন্যায্য নীতিমালা প্রণয়ন,
৩. কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি,
৪. পদায়নের ক্ষেত্রে সুস্পষ্ট নীতি অনুসরণ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং ব্যানার হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন।