মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কম্পিউটার ল্যাব অপারেটর মোঃ সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। সহকর্মীরা আহত সাইদারকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সাইদারের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ও বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রাকিবুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে।
খবর পেয়ে রাতে জয়পুরহাট আধুনিক হাসপাতালে আহত ল্যাব অপারেটরকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তার চিকিৎসার খোজ খবর নেন ও তাঁর সুস্থতার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।