শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারের রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
নিহত ব্যক্তির নাম জামাল মুন্সী (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে কালিবাড়ি বাজারে সিঙ্গারা ও পুরি বিক্রির ব্যবসা করতেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতোই তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। তবে মঙ্গলবার সকালে বাজারের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজৈর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিয়মিত বাজারে আসা ক্রেতা ও সহকর্মীরা জানিয়েছেন, জামাল মুন্সী ছিলেন সবার প্রিয় ও সহজ-সরল মানুষ।