শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াছমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়াছমিন আক্তার ২০২৪ সালে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তার তৎপরতা জেলা জুড়ে প্রশংসিত হয়। বিশেষ করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বেশ কিছু উদ্যোগ নেন।
শিগগিরই নতুন জেলা প্রশাসক মাদারীপুরে যোগদান করবেন বলে জানা গেছে। এদিকে বিদায়ী ডিসি ইয়াছমিন আক্তারের কর্মদক্ষতা ও নিষ্ঠার কথা স্মরণ করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।