শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪টি বিদ্যালয় প্রধান শিক্ষক নেই।সহকারি শিক্ষকেরপদ শূন্য রয়েছে ৭৮টি। উপজেলা সহকারি শিক্ষা অফিসারের পদ শূন্য ৫টি। অফিস সহকারি পদ শূন্য রয়েছে ৫টি। অফিস সহায়ক পদ শূন্য রয়েছে ১টি।

শিক্ষক ও অভিভাবকরা জানান, এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি স্কুল পরিচালনা করছেন। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজ এবং পাঠদান ব্যাহত হচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নতুন দিতল ভবন পরিপূর্ণ থাকলেও প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে তিন বছর ধরে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল জানান গত তিন বছর থেকেই এই বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় ক্লাস পরিচালনায় ব্যাঘাত ঘটছে।

উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষক কবির হোসেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন গত দুই বছর থেকে।

তিনি জানান জরুরী ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ না দিলে বিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ক্ষতি হচ্ছে।

উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হোসনে আরা জানান একজন সরকারি শিক্ষক হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যালয়ের ক্লাস পরিচালনার ক্ষতি হচ্ছে। সহসায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জোর দাবি জানাই।

প্রধান শিক্ষক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। উপজেলা কাশিনগর ইউনিয়ন হিলাল নগর গ্রামের আইয়ুব আলী জানান আমার ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়ে। আমি একজন অটোরিকশা চালক আমার আশা ছেলে শিক্ষিত হয়ে বড় হয়ে পরিবারে হাল ধরবে।

গত এক বছর যাবত শুনে আসছি স্কুলটিতে প্রধান শিক্ষক নেই। ঠিকমতো পড়া লেখা হচ্ছে না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিলে স্কুলটিতে পড়ালেখার মান উন্নয়ন হবে

চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হল তালুকদার জানান প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া রয়েছে ইতিমধ্যে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষক শূন্য পদগুলো অচিরেই পূরণ হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩