শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় অবস্থিত পখীরা দরবার শরীফে রবিবার মরহুম আলহাজ্ব মাওলানা শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ)-এর ২৯তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দোয়া ও ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি আহমদিয়া কামিল (এমএ) মাদ্রাসা ও পখীরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পীর সাহেবের মুরিদ-খলিফা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাঁকে স্মরণ করেন।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পখীরা দরবার শরীফের বর্তমান পীর মুফতি মাওলানা ইমরান বীন নূর। তিনি মরহুম শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ)-এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় এ বার্ষিকী পালিত হয়েছে। তাঁরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।