আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এ সলিমুল্লাহ মুসলিম হলে এজিএস নির্বাচিত হয়েছেন এনায়েতপুরের শাহীন আলম।
শাহীনের জন্মস্থান এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন এর চাঁদপুর মধ্যপাড়ায়। শাহীন এর বাবা মাওলানা মোহাম্মদ মোজাফফর হোসেন পেশায় খতিব ও ব্যবসায়ী। মেধাবী শিক্ষার্থী শাহীন আলম ২০১৭ সালে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। শাহীন ২০১৯-২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন।
মাস্টার্সে অধ্যয়নরত শাহীন আলম সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। বিজয়ী হওয়ায় প্রতিক্রিয়া জানতে চাইলে শাহীন জানান, "বিজয়ী হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এ কাজে যারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, ২৪ পরবর্তী সময়ে আমরা এমন একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা এই ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ পুরো বাংলাদেশের রাজনৈতিক কালচারের গুণগত পরিবর্তন আনতে আমাদের সর্বোচ্চ চে্ষ্টা করে যাব ইনশআল্লাহ"।
নিজ জেলা সিরাজগঞ্জকে নিয়ে তার অনেক বড় পরিকল্পনা রয়েছে জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য দোয়া কামনা করেন।
শাহীন এজিএস নির্বাচিত হওয়ায় তার শিক্ষক, সহপাঠী, ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তার জন্য দোয়া করছেন। এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম লিখেছেন, শাহীন আলম সলিমুল্লাহ মুসলিম হলে এজিএস পদে বিজয়ী হওয়ায় আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আব্দুস সালাম মোল্লা শাহীন আলমকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষক আরফান উল্লাহ শাহীন এর বিজয়ী হওয়া নিয়ে লিখেছেন, এ বিজয় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার, এ বিজয় তারুণ্যের, এ বিজয় ২৪ এর শহীদদের। উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন শাহীন আলমের সহপাঠী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফুল ইসলাম।