মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলার নাসির নগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ মিশিয়ে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
গত শনিবার (১২ সেপ্টেম্বর ) রাতে উপজেলার নাসির নগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিযার.(৪৫ )খামারে খাবারে বিষ মিশিয়ে ২৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খামারটি তাঁর বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দুরে স্কুল পাড়ার কবরস্থানের পাশের মাঠে।
অভিযোগে জানা যায়, পূর্ব সূত্রতার জেরে শনিবার ( ১২ সেপ্টেম্বর রাত ৯ টার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা হাসগুলোর মধ্যে ২৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি।
এব্যাপারে অভিযোগকারী সামছু মিয়া বলেন, 'আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি এবং ২০/২৫ বছর যাবত আমি হাঁস পালনের সাথে জড়িত।
বিষ দিয়ে আমার হাঁসগুলে মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।' প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, 'ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে