কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোঃ আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে। তারা নবীনদের দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠানই শেষ নয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।