শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
মোঃ রুবেল আহমদ , কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটে ইয়াবার বিশাল চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত পৌণে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সমুজ আলী নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক সমুজ আলী (২৮) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও’র মৃত মো. চান মিয়ার ছেলে। তার কাছ থেকে ৪৯টি প্যাকেটে রাখা ৯ হাজার ৭৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সমুজ আলী জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩