শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ট্রাক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব -৮। একই সঙ্গে চুরি হওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) সকালে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক চুরি চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ট্রাক চুরি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ সময় চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। র্যাব-৮ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব -৮ এর কর্মকর্তা বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রক্ষা পাবে না।