শাওন বল, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে মোহনা টেলিভিশনের একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা একত্রিত হয়ে তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। তাঁরা বলেন, সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি মানুষের কথা বলার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতাকে স্তব্ধ করার অপচেষ্টা।
এদিকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম আরও বড় হুমকির মুখে পড়বে।
স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। সাংবাদিক মহল আশা করছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে।