কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ড.আতিক মুজাহিদ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের কলেজ মোড়ে এ সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, মুখ্যখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনারুল ইসলাম ও মাহমুদুল হাসান লিমন, পৌর যুব শক্তির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পাভেল, সদস্য সচিব আইয়ুব ইসলাম শুভ, মুখ্য সংগঠক হানিফ উদ্দিন প্রমুখ।
জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো।
এ সদস্য সংগ্রহ কার্যক্রম সপ্তাহব্যাপী পুরো জেলা জুড়ে চলবে।