শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের তরমুগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তদবির-দালালির অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক স্মারকে তাকে এ বিষয়ে অবহিত করা হয়। সেখানে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮)-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় “অসদাচরণ” ও “দুর্নীতি”-র দায়ে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
আনা অভিযোগগুলো হলো:
বিদ্যালয়ের কার্যদিবসে তিনি নিয়মিত শ্রেণি পাঠদান না করে উপজেলা শিক্ষা অফিস, রিসোর্স সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে ঘোরাঘুরিসহ বিভিন্ন তদবিরমূলক কাজে লিপ্ত থাকেন।
নিজে পাঠদান না করার পাশাপাশি সহকারী শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণেও উদাসীন ছিলেন।
বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাদারীপুর সদর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার জমি ক্রয় করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অভিযোগপত্রে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড একজন সরকারি কর্মচারীর জন্য শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খানের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।