শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা শতবর্ষী বটগাছের স্থানে সহস্রাধিক কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘আলোর পাঠশালা’।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলার একটি ঐতিহাসিক স্থানে অবস্থিত শতবর্ষী বটগাছ কেটে ফেলা হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে পরিবেশ রক্ষায় ও সবুজ প্রকৃতি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে সামাজিক সংগঠন আলোর পাঠশালা স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।
সংগঠনটির সদস্যরা জানান, সহস্রাধিক কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করা হয়েছে। শুধু রোপণ নয়, এগুলোকে লালন-পালন ও সুরক্ষার দায়িত্বও সংগঠনের তরুণ সদস্যরা নেবেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান।
পরিবেশবাদীরা বলছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে আরও সংগঠনকে এগিয়ে আসতে হবে।