ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন চিকিৎসক প্রদীপ কুমার সরকার, ননী গোপাল হাওলাদার, আকলিমা বেগম ও রিতু সারিন।
ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
চিকিৎসা নিতে আসা ৮৬ বছরের সোনা ভানু বলেন, ‘ভাল ডাক্তার দেখাতে শহরে যেতে পারি না। তাই এখানে ডাক্তার দেখাতে এসেছি।’
অন্য রোগীরাও জানান, এ উদ্যোগের মাধ্যমে তারা ঘরে বসেই মানসম্মত চিকিৎসা পাচ্ছেন। ডাক্তারের সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগও পেয়েছেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা অনুযায়ী চরভদ্রাসনে ছয়টি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশেষ করে দূর্গম এলাকার প্রান্তিক মানুষদের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।