আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টরের নিচে চাপা পড়ে ফাহিম(১৪) নামের এক কিশোর হেলপার নিহত হয়েছেন।
সে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আদারমানিক গ্রামের আবুল বাশার প্রকাশ জামালের ছেলে। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পৌরসভা ফালগুনকরা নামক স্থানে।
তথ্যটি নিশ্চিত করে থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফাহিমের লাশ হস্তান্তর করা হবে।
গাড়ির চালক রাসেল জানায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে মোবাইল মেরামত করতে চৌদ্দগ্রাম বাজার চলে যাই। এ ঘন্টা পর খবর পাই হেলপার ফাহিম গাড়ির নিচে চাপা পড়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।