কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় বাল্য বিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা এবং বাল্য বিবাহ মুক্ত এলাকা করণে আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আলোর ভুবন, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদরে এ আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে কুড়িগ্রাম এপি ও স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন।
অনান্যের মধ্যে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর এপি ম্যানেজার প্রেরণা চিসিম, এসএসবিসি প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিশু, যুব সমাজের প্রতিনিধি সহ ধর্মীয় নেতাগন উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় বক্তারা- বাল্য বিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা এবং কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত এলাকা করণে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।