শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার লাল ব্রিজ এলাকায় আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় উভয় পক্ষের চালকসহ দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, লাল ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও সচেতনতার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।