অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার ফিলিস্তিনি অঞ্চল জেনিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই কিশোর হলো— ইসলাম আবদেল আজিজ নৌহ মাজারমেহ ও মুহাম্মদ সারি ওমর মাসকালা। দুজনেরই বয়স ১৪ বছর।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরের ভেতরে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাদের কিছু জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করার সময় একদল বেসামরিক লোকের ওপর গুলি চালায় ইসরাইলি সেনা।
ওই গুলিতে ফিলিস্তিনি কিশোর দুজন নিহত হয়।
এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করে, ওই এলাকায় ‘সন্দেহভাজনদের’ একটি দল তাদের কাছে আসার চেষ্টা করলে সৈন্যরা গুলি চালায়।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরও আহত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েক মাস ধরে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে হামলা চালিয়ে আসছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করার লক্ষ্যেই এ হামলা পরিচালিত হচ্ছে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইসরাইল জেনিনে ট্যাঙ্ক মোতায়েন করে। জেনিন ফিলিস্তিনি জিহাদীদের একটি পরিচিত কেন্দ্রস্থল।
২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদার সমাপ্তির পর পশ্চিম তীরে এই ধরণের প্রথম মোতায়েন।
ইসরাইলি সেনাবাহিনী তখন থেকে উত্তর পশ্চিম তীরের বিভিন্ন শিবিরের কয়েক ডজন ভবন ভেঙে দিয়েছে, যাতে করে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশের নতুন পথ খুলে দেওয়া যায়।
ইসরাইলি বাহিনীল এই আগ্রাসনে কয়েক হাজার ফিলিস্তিনি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রায় দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা বেড়েছে।
১৯৬৭ সাল থেকে ইসরাইল ফিলিস্তিনের এই ভূখণ্ডটি জোরপূর্বক দখল করে রেখেছে এবং সেখানে নির্মম দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৯৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইলি সরকারের দাবি অনুযায়ী, একই সময়ে, ফিলিস্তিনিদের আক্রমণে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার সময় সৈন্যসহ কমপক্ষে ৪২ জন ইসরাইলি নিহত হয়েছে।
সুত্রঃ এএফপি