মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমকে সহজ ও ঝামেলামুক্ত করতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চালু হয়েছে “ভর্তি সহায়তা কেন্দ্র”।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রায়ই ভর্তি ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং তথ্য সম্পর্কে সমস্যায় পড়ে থাকেন। এসব সমস্যার সমাধান ও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে শিবিরের পক্ষ থেকে এ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আগত শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফরম পূরণে সহযোগিতা, কাগজপত্র যাচাই ও ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।
শিবিরের নেতৃবৃন্দ জানান, “ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সহজে ভর্তি হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিভাবক ও শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ভর্তি সহায়তা কেন্দ্র শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমিয়ে ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ করে তুলছে।