কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় গতানুগতিক শিক্ষা বা শুধু সাক্ষরতা নয় প্রযুক্তিগতভাবে সকলকে দক্ষতা অর্জনের আহ্বান জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা সৈয়দ ইফতেখার ফিরোজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্যসচিব আশরাফুল হক রুবেল, পিটি আই সুপারিন্টেন্ডেন্ট মো. জয়নুল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হোসাইন আহমেদ হিজল, সদর উপজেলা সম্পাদক আব্দুল মুমিন, বেসরকারি এনজিও ফ্রেন্ডশিপের প্রতিনিধি আব্দুস সালাম সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।