শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও পুলিশ সদস্যরা। এ সময় তিনটি মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে আড়িয়াল খাঁ নদের উৎরাইল ব্রিজের নিচে একটি ড্রেজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার পাইপ বিনষ্ট ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। এছাড়া ময়নাকাটা নদীতে একাধিক ড্রেজারের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।