রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর পৌরসভা কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে পৌরসভা এলাকায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।
তিনি বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ একটি সুশাসন ও উন্নত রাজনৈতিক সংস্কৃতির পথে এগিয়ে যাবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এ রূপরেখা হলো সময়োপযোগী দিকনির্দেশনা।”
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, কৃষক সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করা এখন সময়ের দাবি। এ জন্য তৃণমূল পর্যায়ে দলের কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩