কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তি জেলা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার সময় পৌর শহরের এনসিপি অফিস জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব (প্রচার ও মিডিয়া) নাহিদ হাসান বাবু, পৌর শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান পাভেল, মুখ্য সংগঠক হানিফ মিয়া সহ জেলা, উপজেলা ও পৌর শাখার সংগঠকবৃন্দ।
এতে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা করেন বক্তারা।