আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নির্মাণ শ্রমিককে মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন এরিয়ায় এই ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা যায় , দুজন অজ্ঞাত লোক বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে নির্মাণাধীন ছাত্রী হলের এক শ্রমিককে ধরে নিয়ে কলাভবনের সামনে অন্ধকারে মারধর করে তার সঙ্গে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা কলা অনুষদের দক্ষিণ দিকের পকেট গেট দিয়ে তাকে বের করে আবারও মারধর করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার শ্রমিক আমজাদ বলেন,“আমি আজকে কাজের উদ্দেশ্যে রংপুর থেকে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটে এসে দুইজন লোক আমাকে কলা ভবনের দিকে যেতে বলে। আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে টেনে হিঁচড়ে অন্ধকারে নিয়ে যায়। এরপর তারা আমাকে মারধর করে আমার ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা আমাকে দক্ষিণ দিকের পকেট গেইট দিয়ে বাইরে নিয়ে হাতে, মুখে এবং বুকে লাথি মেরে ফেলে রেখে চলে যায়। আমি তাদের চিনতে পারিনি, তবে দেখে বহিরাগত মনে হয়েছে।”
প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যাই। অন্ধকারের জন্য সেদিকে ঘটনাটা কারোর নজরে আসেনি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।