মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেদের হাট এলাকায় মৌলভী কান্দি খালে ব্রীজ নির্মাণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মূল সড়কের সঙ্গে সোজা সংযোগ না করে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ব্রীজটি প্রায় ১০ ফুট দক্ষিণে সরিয়ে নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মূল রাস্তার সঙ্গে সঠিকভাবে ব্রীজ না হওয়ায় সেখানে একটি বড় বাঁক তৈরি হবে। এতে চলাচলকারী যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী ও গাড়ি চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগকারীদের দাবি, সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সঠিক নকশা অনুযায়ী কাজ না করলে ভবিষ্যতে এই ব্রীজ এলাকা দুর্ঘটনাপ্রবণ স্থানে পরিণত হবে। তারা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।