প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:১৮ এ.এম
বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ফুটবল একাদশের উদ্যোগে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় মুখোমুখি হয় পানছড়ি ফুটবল একাডেমি ক্লাব বনাম উগলছড়ি কিংস একাদশ। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ খেলোয়াড়দের উৎসাহ দিতে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দিন, পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার নাছির রিয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।