শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে কুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ড্রোন চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন সাবেক এমপি কায়কোবাদ পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘাইছড়ি, প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি কাচালং ব্রিজের উপর থেকে যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন। স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ ওমর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি জনাব দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব সুশোভন দেওয়ান আগা, সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এস.এম. শফিউল আজম, যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম ও পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত রয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ২৯৯ আসনে মনোনীত প্রার্থীর পক্ষে বাঘাইছড়ি বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, “দেশি–বিদেশি নানা ষড়যন্ত্র বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে গুপ্ত সংগঠন ও নব্য সংগঠন নানা ভাবে ষড়যন্ত্র করছে। বর্তমানে বিএনপিকে এক অদৃশ্য ছায়ার সাথে সংগ্রাম করতে হচ্ছে। তবে ঐক্যবদ্ধ বিএনপি যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। বিএনপির প্রতিটি কর্মীকে সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।” তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের সনদ।

৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং জনগণের আস্থা অর্জন করা। দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে, ৩১ দফা কর্মসূচি শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারা আরো বলেন, “৩১ দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা উপজেলা, ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এছাড়া, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হবে না। সেইজন্য সকলকে আরো সচেতন হতে হবে।

বক্তারা আরো বলেন, “জামায়াতসহ কিছু ভুঁইফোড় সংগঠন আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপজেলা মিনি স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩