শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের প্রাণকেন্দ্র ভুরঘাটা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চান না। আমরা দিনের ভোট রাতে চাই না। প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য সমর্থন চাইতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা মা-বোনদের সঙ্গে নিয়ে প্রতিটি পরিবারে তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। ফেব্রুয়ারিতেই আমরা একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।”
আনিসুর রহমান খোকন তার বক্তব্যে অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি; কিন্তু কখনো পালাইনি। বারবার বলেছি শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে হবে, আর সেটাই আজ বাস্তবে পরিণত হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খাঁন, মো. ইসমাইল হাওলাদারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বর্ণাঢ্য এই র্যালিতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। র্যালি শেষে ভুরঘাটা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির নেতারা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩