বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পৌরসভার ০৪ নং ওয়ার্ডের কাদের মন্ডল পাড়ায় অগ্নিকাণ্ডে শিরিন জাহান ও সিদ্দিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি ঘর পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান প্রদান করেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম, জয়পুরহাট শহর জামায়াতে ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম,সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড সভাপতি শাহজালাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩