কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক ( ডিসি) সিফাত মেহনাজকে ফুলেল শুভেচ্ছা জানালো এবি পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩রা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলেল জানায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব আলমগীর মিয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পৌর যুগ্ম সদস্য সচিব একেএম রেজাউল করিম, পৌর যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিয়া, জেলা সদস্য আব্দুস সালাম সহ জেলা কমিটির অনান্য নেতৃবৃন্দ।