বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু মারিয়াম স্থানীয় মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। কিছুক্ষণ পর সড়কের পাশে দাঁড়ালে একদল দুর্বৃত্ত তাকে অচেতন করে ফেলে যায়। এ সময় তারা শিশুকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
পরে দুপুরে চেতনা ফিরে পেলে কানুন আক্তার একা বাড়িতে ফিরে এসে বিষয়টি পরিবারকে জানান। স্বজনরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবচর থানার পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩