বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ইসাবেলা পেট্রোল পাম্পের সামনে একটি দোকানের ভেতরে অচেনা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।”
স্টাফ রিপোর্টার
মাদারীপুর
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩