বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পাখার মাথা এলাকায় পানিতে ডুবে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি হলো কালাচান বেপারীর ছেলে জুয়েল বেপারীর ৩ বছরের সন্তান।
স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় খেলার ফাঁকে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে রাত পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুর পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাকে জীবিত ফিরে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন।
উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩