সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা ভেটেনারি ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত কুমার মোহন্ত।
দুই মাসব্যাপী (সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫) এ প্রশিক্ষণে চারটি ব্যাচে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩