নিউজ ডেক্স
- ১ সেপ্টেম্বর, ২০২৫ / ৫১ বার পঠিত

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰাম হয়ে বয়ে যাওয়া। পশুর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে। বজ্রপাতে হাসান শেখ (২১) নামের এক জেলে নিহত হয়েছে। তিনি মোঃ মালেক শেখের ছেলে।
৩১ আগস্ট (রবিবার) দুপুরে পশুর নদীতে নৌকা নিয়ে ইলিশ মাছ ধরার জন্য হাসান শেখ সহ ৪ জন গিয়েছিল।
তারা এ সময় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেছিল। হঠাৎ করে অন্ধকার হয়ে আসে এবং মেঘে গর্জন দিতে থাকে। এক পর্যায় হাসান শেখের উপর বজ্রপাত আঘাত হানে সাথে সাথে তিনি নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যায় এবং তার সাথে থাকা বাকি ৩ জন জ্ঞান হারিয়ে নৌকায় পড়ে থাকেন। জ্ঞান ফিরলে দেখে হাসান নৌকায় নেই। পরবর্তী তারা আশেপাশের নৌকাগুলোকে ডাক দেন। প্রায় এক দেড় ঘন্টা খোঁজাখুঁজির পরে হাসানের লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। হাসান এবং বাকি ৩ জনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। সাথে থাকা অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বজ্রপাতের গর্জনে এদের মধ্যে ১ জনের কানে সমস্যা হয়েছে বলে জানা যায়।