সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট মাসে ১০৭ ও গত ২৪ ঘন্টায় ৮টি নরমাল ডেলিভারি করা হয়েছে।
এছাড়াও করা হয়েছে ৯টি সিজার ডেলিভারি। বেসরকারি পর্যায়ে গণহারে সিজার ডেলিভারি করার বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সে আগষ্ট মাসে শতাধিক নরমাল ডেলিভারি হওয়ায় প্রসূতি মায়েদের জন্য আশীর্বাদ বলছেন সচেতন মহল।
রবিবার (৩১ আগষ্ট )তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির সংখ্যা প্রতিদিন বাড়ছ। সংশ্লিষ্ট গাইনী ডাক্তার ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অপ্রয়োজনীয় সিজার ডেলিভারির সংখ্যা কমবে। আমাদের জনবল সংকট না থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অধিক নরমাল ডেলিভারি করা যেত। আমরা ২৪ ঘন্টা প্রসূতি মায়েদের সেবা দিচ্ছি এবং বিনাখরচে নরমাল ও সিজার ডেলিভারি হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হাসিনা বেগম বলেন,’আগের তুলনার বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির জন্য প্রসূতি মায়েদের ভিড় বাড়ছে। আমরা ২৪ ঘন্টা এই সেবা দিয়ে যাচ্ছি। প্রসূতি ওয়ার্ডে একদিনে সর্বোচ্চ ১২টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। জনবল বাড়ালে ও প্রসূতি বিভাগ আরও বিসৃত হলে আমাদের এখানে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়বে।’
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারি প্রসূতি রুমানা আক্তার জানান প্রাইভেট হাসপাতালের ডাক্তার আমার স্বামী কে গত শুক্রবার বিকালে সিজার ডেলিভারি করতে পরামর্শ দেন। আমি নিজ সিদ্ধান্তে শুক্রবার রাতে সরকারি হাসপাতালে ভতি হলে ডাক্তার নাসদের চেষ্টায় নরমাল ডেলিভারি হয়। এতে করে আমার সময় টাকা অনেক সাশ্রয় হলো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩