রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকা হিরা লাল সাহার মোড় আল শিফা ইসলামী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট)বিকালে হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে আল শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।
আল শিফা ইসলামী হাসপাতালের পরিচালক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠুন,যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,লোহাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলসহ আরো অনেকে।
এছাড়া আল শিফা ইসলামী হাসপাতালের শেয়ার হোল্ডারগণ,চিকিৎসকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা আস্থার স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে আল শিফা ইসলামী হাসপাতাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩