আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটো রিক্সা সংঘর্ষে ফজলু মিয়া(৬৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। নিহত ফজলু মিয়া কালিকাপুর ইউনিয়ন কিং চুপুয়া গ্রামের মৃত জয়নাল আবদিনের ছেলে।আহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী শরিফ (৩০) রুনা(২৪) রনি (২৮)।
তথ্যটি শুক্রবার দুপুরে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়ন আমান গন্ডা এলাকায়।
নিহত ফজলু মিয়ার ভাতিজা জাহিদুল ইসলাম জানান আমার কাকা মিরশান্নী বাজার থেকে আমানগন্ডায় যাত্রী নামিয়ে দিয়ে উল্টো পথে আসার সময় চট্টগ্রামগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো ব ১৯-২৪৩০) অটো রিক্সাকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে নিছে ছিটকে পড়ে। এসময় অটো চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান অটোচালক ফজলু মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন। অফর মাইক্রোবাসের তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা জানান নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাসটি থানা হেফাজতে জব্দ রয়েছে ।