শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
শনিবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এস এম শাহজালাল (আরটিভি)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে সাইফুল ইসলাম (এশিয়ান টিভি)কে যুগ্ম-সাধারণ সম্পাদক, শাওন বল-কে প্রচার সম্পাদক এবং জসিম উদ্দিনকে সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, এলাকার সমস্যা তুলে ধরা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, দায়িত্বপ্রাপ্ত সম্পাদকবৃন্দ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কালকিনি উপজেলা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
উপজেলার সিনিয়র সাংবাদিকরা পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩