শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে একযোগে উপজেলার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। এতে অন্তত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেকে একই সময়ে একটি করে ফলজ গাছের চারা রোপন করে অনন্য নজির স্থাপন করেছে।

রোপনকৃত ফলজ চারা গাছের মধ্যে রয়েছে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু গাছের চারা। এটি সম্ভব হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায়।

ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সচেতন অভিভাবক মহল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমগ্র উপজেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন ইউএনও মো. জামাল হোসেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এ উপলক্ষে প্রতিষ্ঠান ভিত্তিক ফলজ চারা গাছ (১৫ হাজার চারা) বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভুমি সাফকাত আহমেদ , কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ সহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

এদিন চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের ১১১টি স্কুল, কলেজ, মাদরাসা এবং প্রাথমিক পর্যায়ের ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি এ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

রোপনকৃত প্রতিটি গাছের সাথে রোপনকারী শিক্ষার্থীর নাম-পরিচয় সম্বলিত একটি ‘নেমপ্লেট’ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী রোপনকৃত চারা গাছটির নিয়মিত সঠিক পরিচর্যা করা সহ গাছের নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সুবিধাজনক সময়ে এক্ষেত্রে সার্বিক তদারকি করবেন। বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নকালে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩