কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর বারোটার দিকে বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগনের আয়োজনে বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণির স্থানীয় মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ মাসুম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিকুজ্জামান লিমন, উমানন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম, জামাতের ইউনিয়ন সাধারন সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার জন্য যেমন ভবনের প্রয়োজন তেমনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন। আর এই মাঠটিই এই এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ। মাঠটি সংকুচিত করে ভবন নির্মাণ করা হলে এ এলাকার শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। অনতিবিলম্বে ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান বক্তারা।