আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে রসায়ন বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলা বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই সাফল্যের দেখা পায়নি। ফলে গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। তবে সমানতালের লড়াই শেষ পর্যন্ত গোল শূন্য থেকেই নির্ধারিত সময় শেষ হয়। এরপর ট্রাইবেকারে ৫–৪ গোলে রসায়ন বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলা বিভাগ। এরমধ্যে দিয়ে প্রথম দল হিসাবে আন্তঃবিভাগ ফুটবলের ফাইনাল নিশ্চিত করল বাংলা বিভাগ।
এই খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিলেন দুই বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী