আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু (৭৪) আর নেই।
মঙ্গলবার (২৬শে আগষ্ট) দুপুর আনুমানিক ১২.৪০টায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুকালে তিনি ২পুত্র, ৫কন্যা ওয়ারীশসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামের ছোটবেলার বন্ধু আমির হোসেন গত ২০২১ সালের ৭ই সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। পরদিন ৮ই সেপ্টেম্বর সকালে জানাযায় এসে সকলের পিছনে একটি গাছের গুড়িতে বসে বন্ধুর কান্না করতে থাকেন ছোটবেলার বন্ধু সুধীর বাবু। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মূহুর্ত্বের মধ্যে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কান্নার ছবি এবং মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর আন্তরিকতার বিষয়ে খবর প্রকাশিত হয়।