শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগনের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক, বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেনকে এ স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) মোছাঃ গোলেনুর বেগম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক মোঃ মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষিক মোঃ হুমায়ুন কবির জেহাদী ও সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
৫ দফা দাবি সমুহ হলো- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে অঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ, মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩